বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইপসা’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কাউখালীতে ইপসা’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোঃ ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বে- সরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩০ মে-২০২৪ বৃহস্পতিবার বিকেলে কাউখালী শাখার আয়োজনে ইপসা পোয়া পাড়া নিজস্ব মিলনায়তনে পালন করা হয়।
৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ইপসা এনজিওর সমৃদ্ধি কর্মসূচির এরিয়া ম্যানেজার দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা।
বিশেষ অতিথি ছিলেন কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমাম উদ্দিন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, কলমপতি ইউপি মেম্বার মোঃ আনোয়ার হোসেন, মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা কাউখালী শাখা ম্যানেজার মোঃ মইন উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে ইপসার ৩৯ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মানপত্র পাঠ করেন ইপসা এনজিওর মনিকা চাকমা, সাইফুল ইসলাম, এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা এনজিওর সহকারী শাখা ম্যানেজার মোঃ ইফতেখারুল আলম শাকিল, ইপসা সমৃদ্ধি কর্মসূচির রিমা আকতার, মো: আবদুল কাদের সহ ইপসা এনজিওর সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
পরে আলোচনা সভা শেষে ইপসা এনজিওর ৩৯ তম প্রতিষ্টা বার্ষিকীর কেক অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সকলে মিলে কেটে আনন্দ উৎসব পালন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসা এনজিওর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা অফিসার জ্ঞানেন্দু খীসা।