শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাউজানে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজানে পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলার মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পাহাড়তলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আবুল কালাম।
উদ্বোধক ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শ নঈম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, মেডিকেল অফিসার রাবেয়া বেগম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই কর্মশালায় বাল্যবিবাহ, প্রাক বৈবাহিক কাউন্সিলিং, বিবাহের পূর্বে স্বাস্থ্য পরিক্ষা, রজঃচক্র বা ঋতুচক্র, পুষ্টিকর খাবারসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
রাউজানে ৪ লাখ টাকার দুই মহিষ চুরি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে গৃহস্থের দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মহিষ দুটি চুরি হয় নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়া পাড়ার মজুমদার বাড়ি থেকে। চুরিতে যাওয়া মহিষ ওই গ্রামের আমির হোসেনের মেয়ে তসলিমা আকতারের। মহিষ দুটির বর্তমান বাজারমূল্য মূল্য প্রায় ৪লাখ টাকা। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) টুটুন মজুমদার।