মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউপি স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক কর্মশালা
কাউখালীতে ইউপি স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক কর্মশালা
মোঃ ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক বেগম সাহান ওয়াজ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক গোলাম মোঃ আজম।
বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মাসুমা আক্তার কনা, রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মতিউর রহমান, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন ।
কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের স্বাভাবিক প্রসব সেবা বিষয়ে প্রেজেন্টেশন করেন রাঙামাটি পার্বত্য জেলা ( সিসি) সহকারী পরিচালক ডাঃ বেবি ত্রিপুরা।
কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ( গাইনী) ডাঃ নুসরাত সুলতানা আজমী, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ মুরাদ মোঃ ফয়সাল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাঃ হ্যাপি বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ ইফতেখারুল আলম ফরহাদ, মেডিকেল অফিসার ডাঃ শার্দুল দাশ,উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আমির খসরু, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার দ্বিতীয়ময় চাকমা, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, কলমপতি ইউপি মেম্বার সাবিশা খাতুন, মেম্বার স্মৃতি দেবি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাওচিং চৌধুরী, মোঃ মুনির উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের মাঠকর্মীরা।
ব্যবস্থাপনায় এমসিএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ সূচনা সাহা।