বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামটিতে উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত
রাঙামটিতে উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত
রাঙামাটি :: আজ ০৬ জুন-২০২৪ বৃহস্পতিবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের পরামর্শক কমিটির সভা রাঙামাটিতে বোর্ডের প্রধান কার্যালয়ে কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।
সভা সঞ্চালনা করেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)। সভায় আলোচ্য বিষয় ছিল বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন সহায়তা কোড নং-২২১০০১১০০ এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প বাছাইকরণ এবং বিবিধ।
সভার শুরুতে সভাপতি পরামর্শক কমিটির সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।তিনি ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের গুণগত শিক্ষা,জীবিকার্জন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক স্কিম গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান মর্মে জানান।
বোর্ডের ভাইস-চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা কোড নং- ২২১০০১১০০ এর আওতায় বিগত বছরের স্কিম বাস্তবায়ন ও দায় সর্ম্পকে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন স্কিমের কার্যক্রম স্ব স্ব এলাকার সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরামর্শক কমিটির সদস্যবৃন্দ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সদস্য-প্রশাসন ও সদস্য-পরিকল্পনা (অ:দা:) মোহাম্মদ মাহবুবউল করিম (উপসচিব) নতুন প্রাপ্ত আবেদন সমূহের তালিকা জেল্ওায়ারী একনজরে উপস্থাপন করেন।
চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন যে, তিন পার্বত্য জেলায় কফি ও কাজু বাদাম চাষের প্রচুর সম্ভাবনা আছে এবং দূর্গম এলাকাকে টার্গেট করে আমাদের কাজ গুলো এগিয়ে নেয়া প্রয়োজন।
সভায় পরামর্শক কমিটির সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা,যোগাযোগ,আত্মকর্মসংস্থান,হেডম্যান কার্যালয় নির্মাণ,পুনরায় সোলার প্রকল্প গ্রহণ,হোস্টেল নির্মাণ,পানির সমস্যা সমাধান ইত্যাদি বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভাপতি কমিটির সদস্যগণকে মূল্যবান পরামর্শ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তিন পার্বত্য জেলায় সকল উপজেলাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন খাতে স্কিম গ্রহণের গুরুত্ব দেয়া হবে বলেও জানান।