শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি :: আজ ০৮ জুন শনিবার জয়পুরহাটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও এক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। এ স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত চলবে। উপজেলা পরিষদের মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলীর সভাপতিত্বে সকাল ১০ ঘটাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর। তিনি বলেন ২০২৬ সাল নাগাদ ভূমিসেবার কোন খতিয়ানের দাগ শেয়ার হবে না, ভূমি নিয়ে কোন মামলা মোকদ্দমা তেমন থাকবে না, সীমানা বিরোধ হবে প্রায় শূন্য, নাগরিকগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না, এইআইডি দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের জমির সকল তথ্য আর জমি ক্রয়ের সাথে সাথেই পাওয়া যাবে ভূমি মালিকানা সনদ বা সিএলও (Certificated of Land Ownership)। যে সব জায়গায় একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হবে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। জমিজমার প্রয়োজনীয় আইনকানুন সম্পর্কে সকলকে জানার আহব্বান জানান। সেবা গৃহীতাদেরকে দালাল ছাড়া সরাসরি স্মার্ট ভূমিসেবা অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণের অনুরোধ জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি), আবিদা সিফাত।