রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » গণধর্ষন মামলার আসামী জুনায়েদকে পাঁচবিবি থেকে গ্রেফতার
গণধর্ষন মামলার আসামী জুনায়েদকে পাঁচবিবি থেকে গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি :: নাবালিকা রিতু গণধর্ষন মামলার প্রধান আসামী জুনায়েদকে পাঁচবিবি থেকে গ্রেফতার করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১০, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল ০৮ জুন ২০২৪ তারিখ জেলার পাঁচবিবি গোহাটি এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বছরের নাবলিকা রিতু গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ জুনায়েদ শেখ (১৬), পিতা-মোতালেব শেখ ওরফে মুথাই, সাং-পরমেশ্বরদী, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, গ্রেফাতরকৃত ধর্ষক জুনায়েদ শেখ ভিকটিম রিতু বন্যার সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিল। সর্বশেষ গত ২০/১১/২০২৩ তারিখ রাত্রি ৮টার সময় ধর্ষক ও তার ০২ সহযোগীসহ ভিকটিম রিতু কে তার বাড়ির পাশে নার্সারিতে ডেকে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম রিতু এর শারীরিক অবস্থান পরিবর্তন হলে রিতুর মা বিষয়টি ভিকটিম কে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম রিতু তার মায়ের কাছে জুনায়েদের ধর্ষনের বিষয়টি স্বীকার করে। ঘটনার এক পর্যায়ে ভিকটিমের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে।