সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে মাদকসহ মারুফকে গ্রেফতার
জয়পুরহাটে মাদকসহ মারুফকে গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের হেলকুন্ডা থেকে মাদকসহ মাদক কারবারী মারুফকে গ্রেফতার। র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৯ জুন ২০২৪ তারিখ ১১.৩০টায় জেলার সদর থানাধীন হেলকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত মাদক কারবারী ১। মারুফ হোসেন শীষ (২৪), পিতা-মোঃ ইউনুস আলী, পলাতক ১। মোঃ মোহব্বত (২৪), পিতা-মোঃ হেলাল উদ্দিন, ২। মোঃ আলামিন হোসেন (২৭), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সকলের সাং-হেলকুন্ডা, থানা-সদর, জেলা-জয়পুরহাট।
গ্রেফতারকৃত আসামী মারুফ চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী মোহাব্বত ও আলামিন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার সদর থানাধীন হেলকুন্ডা এলাকা থেকে র্যাব-৫, এর আভিযানিক দল মারুফ কে আটক করে এবং মোহাব্বত ও আলামিন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীকে তল্লাশি করলে তার নিকট থেকে ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করেছে।