রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জমি সংক্রান্ত বিষয়ের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট
জমি সংক্রান্ত বিষয়ের ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১৯মিঃ) গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও (চরপাড়া) গ্রামে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
মৃত ওয়াজউদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার জানায়, দীর্ঘ ৪০ বছর যাবত আমার বাবার পৌত্রিক সম্পত্তিতে ঘড়-বাড়ি র্নিমান করে বসবাস করে আসছে৷ একটি প্রভাবশালী মহল জমিটি দখল করার জন্য উঠেপরে লেগেছে৷ কোন উপায়ান্তর না পেয়ে আদালতের স্বরনাপন্ন হয়ে শান্তিতে বসবাস করে আসছিলাম৷ শুক্রবার রাতে একই গ্রামের মৃত আরমান মিয়ার মেয়ের জামাই বাবু, শিমুল ও সানাউল্লার নেতৃত্বে ঈমন, সুমন, রুপন, ফরিদ সুজনসহ বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচূর করে ভাড়াটিয়াদের মারধর করে নগদ দুই লাখ টাকাসহ ৪/৫ ভরি স্বার্ণলংকার লুট করে নিয়ে যায়৷ এ ঘটনায় মনির, আউয়াল ও ফাতেমা আহত হয়৷ থানায় গেলে এস আই আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
ফাতেমা আরো জানায়, তাকে বিভিন্ন সময় কূপ্রস্তাব দিত তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তা-ঘাটে আটকিয়ে হত্যার হুমকি দিত৷ এবং বাড়ি-ঘর ভেঙ্গে এলাকা থেকে তাড়িয়ে দিবে৷
এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ দরবার হয়েছে৷
বাদীর অভিযোগ, গভীর রাত পর্যন্ত থানায় বসিয়ে রেখে মামলা নেয়নি পুলিশ৷