বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মো. ওমর ফারুক কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা(মে-২০২৪) সভা বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার রক্তিম চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী।
সভায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মাসুমা আক্তার কনা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা (বিদায়ী ভাইস চেয়ারম্যান), নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমি প্রু রোয়াজা, আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার, থানার ওসি রাজিব চন্দ্র কর, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল্যাহ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. ফজলুল করিম, কৃষি ব্যাংক সিনিয়র কর্মকর্তা মো. হোচ্ছাম হায়দার, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিমউদ্দীন, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা মো. বাহার মিয়া, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন হোসাইন, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমা রানী সেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা প্রিয়তোষ কান্তি দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী জিনি চাকমা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন।
আইনশৃঙ্খলা সভায় কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, এপ্রিল-২০২৪ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি মামলা, ধর্ষণ মামলা ০১টি, নরীও শিশু নির্যাতন মামলা ০১ টি, চাঁদা বাজি মামলা রুজু করা হয় ০১ টি, মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় ২২টি, চোলাই মদ উদ্বার করা হয় ২৬ লিটার।
অপরদিকে উপজেলা নিবাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট বাজারে ভোক্তা অধিকার আইনসহ বিভিন্ন আইনে জনসচেতনতা বৃদ্ধি জনস্বার্থে নিয়মিতভাবে আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান। আইন শৃঙ্খলা সভাত্তর ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন -২০২৪ এ কাউখালী উপজেলায় নব- নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান গনের প্রথম সভা কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ হতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা কে পরিষদের পক্ষ হতে ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেষ্ট তার হাতে তুলে দিয়ে তাকে সম্মান জনক বিদায় জানানো হয়।