রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মারমা সম্প্রদায়ের জল উত্সব সাংস্কৃতিক অনুষ্ঠান
কাউখালীতে মারমা সম্প্রদায়ের জল উত্সব সাংস্কৃতিক অনুষ্ঠান
কাউখালী প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে পুরান বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরন উপলক্ষে স্বাগতম জানিয়ে জল উত্সবের আয়োজন ৷ তারই ধারা বাহিকতায় রবিবার রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কচুখালী মারমা যুব সমাজের উদ্যোগে সাংগ্রাই-২০১৬ জল উত্সব, পুর্নির্মলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান কচুখালী মাঠে অনুষ্ঠিত হয়৷
সাংগ্রাই উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,কচুখালী পাড়ার কার্বারী উক্যজাই কার্বারী৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং)৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থুই মং মারমা,কাউখালী উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ও ঘাগড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মেম্বার শান্তি মুনি চাকমা ৷
অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাষ্টার চিংকিউ চৌধুরী, প্রফেসর সুইবাইউ চৌধুরী, কাউখালী প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, মেম্বার আব্দুল মোতালেব, কলমপতি ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মং মং মারমা ও যুব নেতা থুইলা প্রু মারমা ৷
আলোচনা সভা শেষে জল উত্সবের উদ্ভোধন করেন প্রধান অতিথি ৷
পাশাপাশি মারমা শিল্পী গোষ্ঠীরদের পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷