সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা থেকে আবারও মৃত মা মাছ উদ্ধার
হালদা থেকে আবারও মৃত মা মাছ উদ্ধার
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আরও একটি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে। ৩০ জুন রবিবার সকালে হালদা নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাটে এই মৃত কাতলা মাছটি ভেসে উঠে। এ ব্যাপারে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, বিগত একসপ্তাহে হালদা নদী থেকে ৫ টি মা মাছ ও ১ টি ডলফিন মৃত অবস্থায় ভেসে ওঠে। সর্বশেষ মৃত কাতলা মাছটি ভেসে ওঠে হালদা নদীর আজিমারঘাটে। যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। বর্তমানে হালদায় মনুষ্যসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকান্ড বেড়েছে যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে হালদার স্বাস্থ্য ব্যবস্থায়। এসব ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, রাউজানের আজিমের ঘাট এলাকায় সকালে একটি মৃত মাছ নদীতে ভেসে উঠার পর স্থানীয়রা উদ্ধার করেছে। তবে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।