রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মুজিবনগর দিবসের সভায় শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথে মুজিবনগর দিবসের সভায় শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::(৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করে ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে৷ অসম্প্রদায়িক বাংলাদেশ গড়াই ছিল স্বাধীনতা বাংলার প্রধান কাজ৷ তাই সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হবে৷ তিনি আরও বলেন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়সম্পূর্ন৷ দারিদ্ররা বিনামূল্যে চিকিত্সা সেবা ও কৃষকরা সার-বীজ পাচ্ছেন৷ শিৰার্থীরা বছরের প্রথম দিনেই পাচ্ছেন বিনামূল্যে নতুন বই৷
তিনি রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিবনগর দিবস উপলৰে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার’র সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল জালাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ছুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা মিহির চন্দ্র দে, প্রফেসর এম এ ওয়াহাব, নূরম্নল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা তরম্নণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়৷
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সাবেক সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, বীরেন্দ্র কর, মুক্তার আলী, আবদুল মতিন, হাজী সিতাব আলী, আবদুস ছালাম, শানুর আহমদ জয়দু, আবদুল লতিফ, নুরম্নল ইসলাম, আরশ আলী, নজরম্নল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আরান দে, জেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার এমদাদ হোসেন নাইম, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সালাউদ্দিন ও উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতিন প্রমুখ৷