মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
এস.এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২ জুলাই) বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। সমিতির প্রধান কার্যালয়সহ ১০টি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।
এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শহিদুল ইসলাম, এজিএম সিফাতুল্লাহ, পারভেজ আলম, রিপন বিশ^াস, লাইন টেকনিশয়ান রাজীব রায়, রাজু আহম্মেদ, শারমিন কেয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের কোন স্থান নাই’। একই দেশে দুই আইন থাকতে পারে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতি সমূহে শোষন, নির্যাতন, নিপীড়ন অব্যহত রেখেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
মোরেলগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. লিয়াকত আলী খান ও ভাইস চেয়ানম্যানদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০২ জুলাই-২০২৪ মোরেলগঞ্জউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. লিয়াকত আলী খান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজমিন নাহারকে এ দায়িত্ব অর্পণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন- নবনির্বাচিত মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. লিয়াকত আলী খান।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদারএবং নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।
অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা প্রশাসনের মধ্যে বিনয় কুমার রায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক মজুমদার. ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান. ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা. ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু. ইউপি চেয়ারম্যান জাহাংগীর হোসেন বাদশা.ইউপি চেয়ারম্যান ফরিদ হোসেন. ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হাং, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান।এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এ সিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খান হাবিবুর রহমান হাসিব।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সালেহ .মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিস্ঠাতা সভাপতিএইচএম শহিদুল ইসলাম .সাবেক প্রতিস্ঠাতাসাধারণ সম্পাদক শামিম আহসান মল্লিক,সাংবাদিক শেখ সাইফুল ইসলাম কবির প্রমুখ। সকল পিন্ট ইলেকক্টিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ।
সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. লিয়াকত আলী খান এবং নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এর আগে বিদায়ীচেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ শাহ-ই-আলম বাচ্চুচেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. লিয়াকত আলী খানকে দায়িত্বভার বুঝিয়ে দেন।