রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে : কবি কাজী রোজী এমপি
মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে : কবি কাজী রোজী এমপি
ঢাকা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) ঐতিহাসিক মুজিবনগর দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৭ এপ্রিল সকাল ৮ টায় সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন৷
সকাল ৯ টায় কলাবাগান থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত র্যালী এবং র্যালী শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা৷
প্রধান অতিথির বক্তব্যে কবি কাজী রোজী এমপি বলেন, মুজিবনগর দিবসে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৷ ১৯৭১ সালে নতুন রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি জানানোর জন্যে এই সরকার বিশ্ববাসীর কাছে আহ্বান জানান৷ বিশ্ববাসী নতুন সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে যথারীতি স্বীকৃতি ও সহানুভূতি জ্ঞাপন করেন৷ ফলে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ৷
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণীয় ও তাত্পর্যপূর্ণ৷ ১৯৭১ সালে এই দিবসে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে৷ এই মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়৷ যা বাঙালি জাতির সবচেয়ে গৌরব ও মহত্তম অর্জন৷