শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে জরিমানা
সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে জরিমানা
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যে তৈরী, পরিবেশনা ও অবহেলাজনিত কারণে ভোক্তাদের স্বাস্থ্যহানি ঘটানোর অপরাধে এনাম নাহার মোড়ের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত উল্ল্যাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এ ছাড়া শিবের হাট ও,ধোপার হাটে মৎস্য আইন অমান্য করে জাটকা ইলিশ নিধন করায় বিভিন্ন জেলে থেকে জাটকা নিয়ে এতিমখানা ও রাস্তায় বিলি করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এনাম নাহার নামক বাজারে ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে।