মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
গাজীপুরে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় মানববন্ধন করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা৷
১৭ এপ্রিল রবিবার দুপুরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷ এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন৷ এতে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বন বিট অফিসের আওতাধীন চন্দ্রা উত্তরপাড়া এলাকায় বনের জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বেশ কিছু ভূমিহীন দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন৷ কিন্তু গত ১৫ এপ্রিল বিট অফিসের বনপ্রহরী আব্দুল মান্নান ও মনির হোসেনসহ ৭ জন ওই এলাকায় যান৷ এসময় তারা বনের জমি থেকে ঘর তুলে না নিলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন৷ টাকা দিতে অস্বীকার জানালে তারা অকথ্য ভাষায় ভূমিহীনদের গালিগালাজ করেন৷
এতে এলাকাবাসী ও বন প্রহরীদের মধ্যে একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে৷ পরে ক্ষিপ্ত হয়ে চন্দ্রা বন বিট কর্মকর্তা হারুন উর রশিদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন৷
মামলায় কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজ উজ্জামান খানসহ ১৫-২০ জন ভূমিহীনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়৷
ওই মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী৷ মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করায় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে৷
এসময় তারা কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিউজ্জামান হারিজসহ ভূমিহীনদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি মফিজুর রহমান লিটন, উপজেলার জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম বাদল, জসিম উদ্দিন প্রমুখ৷