রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে মানববন্ধন
চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবস্থিত “চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে”র অধ্যক্ষ তামজিদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ ও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগের সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ৭ জুলাই (রবিবার) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেংকারী অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গত ২৭ জুন কলেজের ৮জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর একটি লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
এবিষয়ে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান আছে, মামলা চলমান অবস্থায় আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না।