মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানের অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
বান্দরবানের অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবান জেলার দুর্গম থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমটিার নামক এলাকার জংগল থেকে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ ১৮ এপ্রিল সোমবার বেলা ৩টায় উদ্ধার করেছে পুলিশ৷ তারা গত শুক্রবার বিকেলে ওই এলাকায় গরম্ন কিনতে গিয়ে ৩লাখ টাকাসহ সন্ত্রাসীদের হাতে অপহৃত হন৷ ৪ দিনের মাথায় তাদের লাশ উদ্ধার হল সোমবার বিকেলে৷
থানছি ও আলীকদম থানার পুলিশ কর্মকর্তারা জানান, গত শুক্রবার মোবাইল ফোনে ৯টি গুরু কিনার জন্যে নগদ ৩লাখ টাকাসহ গরু ব্যবসায়ী আবু বকর (৪০), আবছার আলী (৩৫) এবং সাহাব উদ্দিনকে(২৫) সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে আলীকদম উপজেলা সদরের ওবাইদুল মিয়া গ্রাম থেকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়৷ ঘটনাস্থলে তারা পৌছা মাত্রই সন্ত্রাসীরা তাদেরকে আটক করে টাকাগুলো হাতিয়ে নিয়ে গভীর জংগলে নিয় যায় এবং পরে হত্যা করা হয়৷ নিহত ৩জনের লাশ সোমবার বেলা ৩টায় পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে৷ সোমবার সকালেই সন্ত্রাসীরা ওই ৩ গরু ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করে অপহরণের পর নিহত আবু বকরের ভাই হাশেমকে মোবাইল ফোনে লাশ উদ্ধার করতে বলেন৷ এ অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার সকাল পর্যন্ত ৪জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে৷ তাদের নাম হচ্ছে জসিম ত্রিপুরা, জনত্রিপুরা, জনরবাট ত্রিপুরা এবং জীবন ত্রিপুরা৷