রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মিরসরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘মিরসরাই প্রেসক্লাব’র ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ১৩ জুলাই বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ক্লাবের সভাপতি-সম্পাদক। এর আগে গত ২৭ এপ্রিল দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে সাধারণ সভায় উপস্থিতিদের কণ্ঠভোটে ২০২৪-২০২৬ বর্ষের সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন। কমিটিতে স্থান পাওয়া দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি পদে মাসিক মীরসরাই’র সাইফুল হক সিরাজী, বাণিজ্য প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি নুরুল আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময়ের আলোর মিরসরাই প্রতিনিধি সাদমান রহমান সময়, কোষাধ্যক্ষ পদে যায়যায়দিনের মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক পদে সিভয়েসের মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাধারার শাহ আব্দুল্লাহ আল রাহাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাংলাধারার আজমল হোসেন, দফতর সম্পাদক পদে নয়া শতাব্দীর মিরসরাই প্রতিনিধি সাফায়েত মেহেদী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দেশ রুপান্তরের মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, ভোরের কাগজের সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের মুহাম্মদ জয়নাল আবেদীন এবং সাধারণ সদস্য হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আজহার মাহমুদ, খালেদা আক্তার লুৎফা, মাসুদ ফেরদৌস কবির, রিগান উদ্দিন ও সাদেক রিপন।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘মিরসরাই প্রেসক্লাব’ মিরসরাই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রেসক্লাবের সাথে জড়িত সাংবাদিকগণ নিজস্ব পত্রিকায় উপজেলার বিভিন্ন অনিয়মের পাশাপাশি সম্ভাবনার সংবাদ প্রকাশ করে আসছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও মিরসরাই প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে বলে আশা করছি।