মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে আকস্মিক বজ্রপাতে নিহত ৩,আহত ৩
নবীগঞ্জে আকস্মিক বজ্রপাতে নিহত ৩,আহত ৩
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ও বানিয়াচংয়ে বজ্রপাতে দুই সহোদরসহ ৩ জন নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে ৷
জানা যায়, ১৮ এপ্রিল সোমবার বিকালে আকস্মিক বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের আজল মিয়ার পুত্র আব্দুল আলীম (৩০), ও ওলি আহমেদ (৩৫)৷ এ সময় আহত হয় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জালাল মিয়ার পুত্র রুবেল মিয়া (১৫), কালিয়ারভাঙ্গার জুয়েল কর (২৪)৷
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে গুঙ্গিয়াজুড়ী হাওরে ধান কাটার সময় হঠাত্ বজ্রপাত হলে আহত হন আব্দুল আলীম, ওলি মিয়া, রুবেল ও জুয়েল কর৷ গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার আব্দুল আলীম, ওলি মিয়াকে মৃত ঘোষণা করেন৷
এদিকে বানিয়াচং উপজেলা সদরের কামালখানী গ্রামে বজ্রপাতে আব্দুল ওয়াদুদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০) নামের এক যুবক মারা গেছে৷ গতকাল বিকালে বিকেল ৩ টার দিকে দুর্ঘটনা ঘটে৷ প্রত্যদর্শী ও এলাকাবাসীরা জানান, জুয়েল আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত৷ বিকাল ৩ টার দিকে সুটকিীব্রীজ নামক স্থানে হঠাত্ বজ্রপাত শুরু হলে সে মোটরযান নিরাপদে রাখতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাঃ শোয়েব আহমেদ বজ্রপাতে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন৷