সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ শ্লোগানে গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল বারী, গাজীপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ নয়ন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুরের পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক সাইদুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন গাজীপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন, গীতা পাঠ করেন শ্রী সুদিপ্ত চক্রবর্তী জয়।
গাজীপুরের জেলা প্রশাসক বলেন, যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সাংস্কৃতিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রাখতে হবে।
মাদক সেবনে কুফলের উপর ডকুমেন্টরী প্রদর্শনের পর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।