মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৩৭৪ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ
বিশ্বনাথে ৩৭৪ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মিঃ) সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির দলীয় প্রার্থীসহ মোট ৩৭৪জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে৷ যার মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৩৩জন, সাধারণ সদস্য পদে ২৭৮জন ও সংরৰিত (মহিলা) সদস্য পদে ৬৩ জন প্রার্থী৷ ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার স্ব-স্ব রিটানিং অফিসার প্রার্থীদের মধ্যে এ প্রতিক বরাদ্দ করেন৷
‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ বিএনপির মনোনীত প্রার্থী জালাল উদ্দিন (ধানের শীষ প্রতিক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল জলিল জালাল (নৌকা প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছয়ফুল হক (আনারস) খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আবদুল মতিন (চশমা প্রতিক) পেয়েছেন৷
‘লামাকাজী ইউনিয়নে’ বিএনপির মনোনীত প্রার্থী কবির হোসেন ধলা মিয়া (ধানের শীষ প্রতিক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহনুর হোসাইন (নৌকা প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ কে এম দুলাল (লাঙ্গল প্রতিক), জামায়াত মনোনীত স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন (আনারস) পেয়েছেন৷
‘খাজাঞ্চী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নিজাম উদ্দিন সিদ্দিকী (চশমা প্রতিক),আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শংকর চন্দ্র ধর (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন (ধানের শীষ প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুবেল আহমদ আফছল (লাঙ্গল প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পীর লিয়াকত হোসেন (আনারাস), স্বতন্ত্র প্রার্থী শিবি্বর আহমদ, আবদুস ছত্তার পেয়েছেন৷
‘অলংকারী ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রবাসী রফিক মিয়া (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী আবদুল হক (ধানের শীষ প্রতিক) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছালেহ আহমদ তোতা (লাঙ্গল প্রতিক) বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম রম্নহেল (চশমা প্রতিক) পেয়েছেন৷
‘রামাপাশা ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন (ধানের শীষ প্রতিক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান (আনারস প্রতিক), বিএনপির বিদ্রোহী প্রার্থী বশির আহমদ (চশমা প্রতিক), পেয়েছেন৷
‘দৌলতপুর ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির আলী (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী আরব খান (ধানের শীষ প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইদুর রহমান (লাঙ্গল প্রতিক), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আছাব উদ্দিন (আনারস প্রতিক), জামায়াত নেতা বাবুল মিয়া (চশমা প্রতিক) পেয়েছেন৷
‘দেওকলস ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম জুয়েল (নৌকা প্রতিক), বিএনপির মনোনীত প্রার্থী আলাল আহমদ (ধানের শীষ প্রতিক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সহল আল রাজী (লাঙ্গল প্রতিক), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফখরুল আহমদ মতছিন (আনারস প্রতিক) পেয়েছেন৷
প্রসঙ্গত, উপজেলার ৭ মে ৪র্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, ৬৩টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ২৯৬ জন ও ২১টি ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন৷ এরই মধ্যে দুই সংরক্ষিত (মহিলা) সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়৷ সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন৷ চেয়ারম্যান পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন৷