রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কারফিউ চলাকালিন কাউখালীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি
কারফিউ চলাকালিন কাউখালীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে কৌটা বিরোধী আন্দোলনের সময় সরকারের জারিকৃত কারফিউকালিন সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।
জানা যায়, সারাদেশে শিক্ষার্থীদের কৌটা বিরোধী আন্দোলনের ফলে সরকারের ঘোষণাকৃত কারফিউ শুরু হলে কাউখালী উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়নি। তাছাড়া উপজেলা প্রশাসন সবসময় কড়া নজরদারিতে ছিলেন। দলীয় কোন মিছিল মিটিং বা সমাবেশ উপজেলার কোথাও সংঘটিত হয়নি। সারাক্ষণ পুলিশ এবং স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন সতর্ক অবস্থানে। তা ছাড়া কারফিউ কালিন সাধারণ মানুষ জনের চলাচল তেমন একটা পরিলক্ষিত হয়নি। শুধু মাত্র সাধারণ মানুষ জন প্রয়োজন ছাড়া ঘরের বাহির হয়নি। শুধু মাত্র সামান্য কিছু ব্যাটারীচালিত রিকশা চলাচল করেন।
সরজমিনে দেখা যায় উপজেলার ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া, উপজেলা সদর, ঘিলাছড়ি, নাইল্যাছড়ি, কাশখালী,বেতছড়ি, মিনি মার্কেট, কচুখালী সহ সব এলাকায় কারফিউ চলাকালীন দোকান পাঠ বন্ধ ছিল। যানবাহন তেমন একটা চলাচল করেনি। দূর পাল্লার যানবাহন ছিল বন্ধ। রাস্তাঘাঠে মানুষজন তেমন একটা দেখা যায়নি। বিশেষ করে সাধারণ মানুষ জন বিদ্যুৎ এর জন্য প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করা বিকাশ নম্বর হতে টাকা উত্তোলন করা এবং গ্যাস সিলিন্ডার সমস্যা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। সেই সাথে কাউখালী উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকায় দূর দূরান্ত হতে আগত রোগীরা চিকিৎসা সেবা পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।
সরকার ঘোষিত ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ। অপরদিকে কারফিউ জারি করার কারনে সাধারণ মানুষ জন একটু বিপাকে পড়েন বলে সংশ্লিষ্ট মহল জানান। অন্যদিকে আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার বলেন, কাউখালীর পরিস্থিতি খুবই ভালো। কোথাও কোন সমস্যা হয়নি। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব বলেন, শিক্ষার্থীদের কৌটা বিরোধী আন্দোলনের সাথে আমরা কোনভাবেই জড়িত নই,তারপরেও আমরা গ্রেফতার আতংকে আছি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাজিব চন্দ্র কর বলেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা ভালো আছে।
উপজেলা নিবাহী অফিসার ( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ( ভুমি) মাহমুদা আক্তার কনা বলেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনা বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রটি নিরাপত্তার জন্য ২ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। তা ছাড়া উপজেলার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে বলে জানান। কারফিউ চলাকালীন উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে বলেও তিনি জানান। ২৪ জুলাই থেকে কারফিউ শিথিল করা হয় এবং সরকার ঘোষিত সরকারি অফিস আদালত খোলা হয়।
বর্তমানে কাউখালী উপজেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী টহলে নিয়োজিত রয়েছেন।