মঙ্গলবার ● ৩০ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যদিয়ে সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত শনিবার বেলা ২ টায় রাউজান উপজেলার মধ্যম আধার মানিক সার্বজনীন বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহার কমপ্লেক্সর মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের দেশনালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। সুমেধানন্দ মহাথের ওয়েলফেয়ার মিশনের সভাপতি সুমিত্তানন্দ মহাথের’র সভাপতিত্বে সভায় আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের।
সভায় উদ্বোধক ছিলেন শিবু প্রসাদ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন মিশনের মহাসচিব অধ্যাপক পলাশ মুৎসুদ্দি।
সংবর্ধেয় রত্নগর্ভা অভিধায় ভূষিত হন বাংলাদেশ কন্ট্রোলার জেনারেল কার্যালয়ের অবসরপ্রাপ্ত বিভাগীয় হিসাব রক্ষক মঞ্জু রাণী বড়ুয়া। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞারারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো।
আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া। আলোচক ছিলেন কর্মবীর করুণাশ্রী থের ও শ্রীমৎ জ্ঞানেন্দ্রিয় থের।
বিশেষ অতিথি ছিলেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে ত্রিপিটক পাঠ করেন শরণানন্দ ভিক্ষু এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পূর্ণা বড়ুয়া।
শিমুল বড়ুয়া ও পলাশ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মিশনের অর্থ সচিব শুভানন্দ ভিক্ষু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমনবংশ মহাথেরো, করুণানন্দ থের, প্রদীপ বড়ুয়া, দুর্লভ কান্তি বড়ুয়া, স্বর্ণেন্দু বড়ুয়া, সুদর্শন বড়ুয়া, দুদুল বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, রনদীশ বড়ুয়া ও এডভোকেট রেবা বড়ুয়া।
অনুষ্ঠানে বস্ত্রদান, রত্নগর্ভা সংবর্ধনা, সেমিনার, প্রবন্ধ উপস্থাপন, প্রকাশনা ‘বুদ্ধরশ্মি’ অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং শতাধিক পরিবারের মাঝে বস্ত্র দান করা হয়।