মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে নিহত তিন ব্যবসায়ীর খুনের ঘটনায় ত্রিপুরা পল্লীতে অগ্নীসংযোগ নিয়ন্ত্রনে সেনা-পুলিশ
আলীকদমে নিহত তিন ব্যবসায়ীর খুনের ঘটনায় ত্রিপুরা পল্লীতে অগ্নীসংযোগ নিয়ন্ত্রনে সেনা-পুলিশ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ) আলীকদম উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে তিন ব্যবসায়ী অপহরণের পর খুনের ঘটনায় ক্ষব্দ হয়ে ত্রিপুরা পল্লীতে অগ্নীসংযোগ করেছে উত্তেজিত জনতা ৷ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার পান বাজার এলাকার মকবুল হোসেন পাড়ায় এঘটনা ঘটে ৷ তবে ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি ৷ এঘটনায় উপজেলার অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে ৷ এছাড়া শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়ন রয়েছে৷ ঘটনার বিষয় নিশ্চত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন ৷ তিনি বলেন, আমরা ঘটনা স্থলে গিয়েছি ৷
যেহেতু অগ্নীসংযোগকারী হিসেবে কেউই চিহ্নিত করা যায়নি ৷ সেহেতু এই মুহুর্তে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছেনা ৷ ঘটনার তদন্ত করা হবে এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে৷ অন্যদিকে স্থানীয়রা ধারণা, বিশেষ এক মহল এধরণের বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে তিন খুনের ঘটনা থেকে সাধারণ জনতার দৃষ্টি সরিয়ে নেয়ার চেষ্টা করছে ৷ তবে এবিষয়ে কিছু জানেনা বলে জানালেন ইউএনও ৷
এদিকে অপহরণের পর তিন খুনের ঘটনার ক্ষুব্দ এলাকাবাসি ৷ আলীকদমের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে লাশের গন্ধ ৷ নিহতদের পরিবারে চলছে শোকের মাতম ৷ আহাজারি স্বজনদের ৷ প্রিয়জনের মৃতদেহের অপেক্ষায় যখন বাড়ি এবং রাস্তাঘাটে হাজার হাজার নারী পুরুষ ভিড়, ঠিক তখনই বান্দরবান সদর হাসপাতলের মর্গ থেকে ময়না তদন্ত শেষে লাশবাহী পিকআপ এসে পৌঁছালে স্বজন ও স্থানীয় জনতাদের আহাজারীতে আকাশ দ্বীগল ভারী হয়ে উঠে এবং উত্তেজিত জনতা ও নিহতের স্বজনরা খুনিদের অতিসত্বর আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করেন ৷
১৯ এপ্রিল বিকাল ৫টায় আলীকদম ফায়ার সার্ভিস মাঠে মৃত আবু বকর, নুরুল আবছার ও শাহাব উদ্দিনের নামাজে জানাজা শেষে তাদেরকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাপন করা হয় ৷ জানাজার নামাজে উপস্থিত সমাবেত মুসল্লিদের উদ্দেশ্যে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন আমরা ইতি মধ্যে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছি ৷ তিনি নিহতদের নিহতদের স্বজন ও এলাকাবাসীকে আশ্বস্থ করেন যে, অচিরেই এঘটনার সাথে আরো যারা জড়িত আছে সেসব খুনিদের অতি দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ৷
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বান্দরবানের আলীকদমে ৩ ব্যবসায়ী অপহৃত হয়েছে ৷ অহৃতরা হলেন উপজেলার ওবাইদুল হাকিম পাড়ার ওমর হামজার ছেলে মোঃ আবু বকর (২৮), একই এলাকার মোঃ শফি উদ্দিন এর ছেলে মোঃ আফসার আলী এবং বটতলী পাড়া এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩০)৷
এঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে ৷ থানচি থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নিহতদের স্বজন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় এবং দীর্ঘ তিন দিন খোঁজাখুজির পর গত সোমবার দুপুর দুইটায় থানচির আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকার টাম বাগান নামক স্থান থেকে অপহৃত তিন ব্যক্তির হাত পাঁ বাঁধা অবস্থায় জবাই করে হত্যা করা বিক্ষিপ্ত তিনটি লাশ উদ্ধার করা হয় ৷