রবিবার ● ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ঘোড়াঘাটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ আগস্ট দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীরা রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে দুপুর ২ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাণীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে আবার কলেজের সামনে এসে অবস্থান নেয়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, সচেতন নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি একটি জনসমুদ্রে পরিণত হয়। এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সরকার পতনের ১ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সমাবেশ স্থলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে কোন কর্মসূচি পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকার অঙ্গীকার করে। এ সময় ঘোড়াঘাট থানা পুলিশ যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সমাবেশ স্থলে অবস্থান করেন।
এর আগে বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরীর নেতৃত্বে অবস্থান কর্মসূচী পালন করেন। অবস্থান কর্মসূচীতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন প্রধান, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন।