বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শেখ হাসিনার পদত্যাগে কাউখালীতে বিজয় মিছিল
শেখ হাসিনার পদত্যাগে কাউখালীতে বিজয় মিছিল
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: আওয়ামী লীগ সভাপতি ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বেলা ২টায় পদত্যাগ করে দেশ ত্যাগ করায় কাউখালী উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ হতে বিকেলে এক বিজয় মিছিল বের করা হয়।
মাসব্যাপি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে দেশের বিভিন্ন সংগঠনের একাত্মতা ঘোষণার ফলে আন্দোলনে গণজোয়ারের ফলে সারাদেশে কারফিউ উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ঢাকায় সর্বস্তরের জনসাধারণ এক হয়ে রাস্তায় নেমে আসেন। যার ফলে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশত্যাগ করলে সারাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতেও এর ব্যত্যয় গঠেনী। এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের ( বিএনপি,জাতীয় পার্টি সহ উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংঘঠন) শতশত নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় আনন্দের সাথে বিজয় মিছিলেঅংশ গ্রহণ করেন।
এ সময় বৃষ্টির মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান পাঠে রাস্তার দুপাশে শতশত লোকজন বিজয় মিছিল উপভোগ করতে দেখা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় একে অপরের সাথে মিস্টি বিতরণ করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনী টহলে ছিলেন। উপজেলার সকল অফিস আদালত বন্ধ ছিল। বিভিন্ন এলাকায় সরকার প্রধান পদত্যাগ করায় মানুষ কে দোয়া করতে শোনা যায়। অনেকে আক্ষেপ করতে শোনা যায়।
পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের আশ্বাসে অন্তবর্তীকালীন সরকার গঠনকল্পে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা যায়।