বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে আইন শৃঙ্খলা মোটামুটি শান্ত রয়েছে
কাউখালীতে আইন শৃঙ্খলা মোটামুটি শান্ত রয়েছে
মো. ওমর ফারুক, কাউখালী( রাঙামাটি) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ ইংরেজি তারিখে পদত্যাগের ফলে সারা দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা পরিবেশ সৃস্টি হলেও গত কয়েক দিন ধরে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালীতে পরিবেশ শান্ত রয়েছে।
জানাযায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ফলে সারাদেশের বিভিন্ন এলাকায় অরাজকতা পরিবেশ সৃষ্টি হলেও কাউখালী উপজেলায় এর একটু প্রভাব পড়লেও বিভিন্ন রাজনৈতিক দলের হস্তক্ষেপে তা মোটামুটিভাবে শান্ত হয়ে যায়। গত ৬ জুলাই -২০২৪ ইংরেজি তারিখে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাঙ্গুগুনীয়া উপজেলার ইসলাম পুর ইউনিয়নের বেতছড়ি নামক স্থানে দূস্কৃতকারীদের হামলায় আওয়ামী যুবলীগ সমর্থীত স্থানীয় এক যুবলীগ কর্মী মারা যায়।
অন্যদিকে উপজেলা বিএনপি ও অন্যন্য সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রাখা হয় বলে জানা যায়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই অদ্ভুত পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘাগড়া, বেতবুনিয়া কাশখালী পোয়াপাড়া মিনিমার্কেট বেতছড়ি পুরান পোয়াপাড়া কচুখালী ঘিলাছড়ি নাইল্যাছড়ি রাঙীপাড়া সুগারমিল সহ বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্থানীয় লোকজন ও বাজার কমিটির সাথে দফায় দফায় বৈঠক করেছেন।
যদিওবা পুলিশ বাহিনী কর্ম বিরতি পালন করে চলছেন কিন্তু স্থানীয় সচেতন জনসাধারণ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং আনসার ভিডিপির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা সহ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পাহারা দিয়ে আসছেন সেই সাথে বিভিন্ন হাটবাজারের দোকানপাট খোলা রাখা হয়েছে যদিওবা বাজারে লোকজন সমাগম একটু কম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানান।
এবিষয়ে কথা হয় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হ্যাপি দাসের সাথে তিনি বলেন, আমাদের কাউখালী উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা মোটামুটি শান্ত রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা এখন পযন্ত ঘটেনী। তা ছাড়া সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।