শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাউজানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে কলেজ মার্কেট
রাউজানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে কলেজ মার্কেট
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাউজান সরকারি কলেজের মালিকানাধীন ৭তলা বিশিষ্ট একটি মার্কেট। পৌর সদর মুন্সিরঘাটায় অবস্থিত রাউজান কলেজ মার্কেটটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। জানা যায়, গত সোমবার ৫ আগস্ট রাত আনুমানিক আটটার দিকে কলেজ মার্কেটে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে বিল্ডিং ভস্মীভূত হয়। এছাড়াও মার্কেট ভবনের একটি কক্ষে উন্নয়ন কাজের জন্য রক্ষিত লোহা, বৈদ্যুতিক তার, সিমেন্ট, রং, গ্রীল, আসবাবপত্র, জানালার আয়নাসহ অনেক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। মার্কেটের ২য় তলার পুরো ফ্লোরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে ওয়ান ব্যাংক লিমিটেড। ওয়ান ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক এম এ হান্নান জানান, তাদের সকল আসবাবপত্র ও ডকুমেন্টস পুড়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও বলেন, আগুনের লেহিলান শিখা ছড়িয়ে আমাদের ব্যাংকের তালাবদ্ধ শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ সম্পর্কে মুখ খুলতে রাজি হননি তিনি। রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।
রাউজানে ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে জামাল খান (৬০) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকালে বাড়ির অদুরে একটি গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্য এসে লাশটি উদ্ধার করেন। আত্মহননকারী ব্যক্তি রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের তৈয়ব খানের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, প্রবাস থেকে দেশে ফিরে তিনি অনেকটা বেকার অবস্থায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা রাউজান থানা পুলিশকে অবহিত করতে থানার নম্বরে ফোন করলে কোনো সাড়া না পাওয়ায় এলাকার লোকজন লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।