রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদ্রাসার হিফজ সবক প্রদান
মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদ্রাসার হিফজ সবক প্রদান
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল মাদ্রাসার তাহফিজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের নাজারা সমাপনান্তে হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ আগস্ট সকাল ১১টায় মাদ্রাসা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদান মেহমান ছাগলনাইয়া উপজেলার জিনারহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট দ্বীনে আলেম মাওলানা জাকারিয়া সবক প্রদান করেন।
আবুতোরাব ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাং শফিকুল ইসলাম নিজামীর পরিচালনায় এসময় ছাত্রদের উদ্দেশ্য কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন বারৈয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, আবুতোরাব ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সানাউল্লাহ, আবুতোরাব ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু জাফর নিজামী, আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী, তাহফিজুল কুরআন আবুতোরাব ফাজিল মাদ্রাসা হিফজ বিভাগের প্রধান হাফেজ রুবাইয়াত প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের খতিব, অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা ও সবক প্রদান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।