রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে মালিকানা নিয়ে দ্বন্দ্ব জেরে বসতঘর ভাংচুর
সন্দ্বীপে মালিকানা নিয়ে দ্বন্দ্ব জেরে বসতঘর ভাংচুর
সন্দ্বীপ প্রতিনিধি :: সন্দ্বীপে বাড়ির উঠানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে একটি বসতঘর ভাংচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা হারামিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেরামত আলী সুকানির বাড়িতে, জানা গেছে কয়েক বছর আগে এ বাড়ির কুয়েত প্রবাসী জামশেদ তার ঘরের যে অংশ ছিল, তার থেকে সামনে আর কিছু অংশ সহকারী ঘর নির্মান করে, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগষ্ট তার নির্মান করা ঘরের অর্ধেক অংশ ভেঙ্গে দিয়ে যায় দুর্বৃত্তরা এবং লুট করে নিয়ে যায় ঘরের কিছু মালামাল। জামশেদের স্ত্রী আয়েশা বেগম জানান আমাদের একশ হাঁস মুরগী লুট করছে, ঘরে হামলা করে ঘর ভেঙ্গে বাড়ি থেকে বিতারিত করছে এ ঘটনায় একই বাড়ির সেলিম, হাশেম , জুয়েল, মুন্না আরাফাত কে দায়ী করছেন। তবে অভিযুক্ত এই পাঁচ জন বলেছেন বিষয়টি নিয়ে বলছেন জামশেদ ও তার স্ত্রী ছেলে মিলিয়ে অন্যার বসতঘরের দরজা বন্ধ করছে কয়েক বছর আগে উঠানে ঘর করে, এখন কে বা কারা ঘর ভেঙ্গে দিছে আমরা জানি না। ৮ আগষ্ট সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ভাংচুর করা এ বাড়ি সরেজমিন পরিদর্শন করছেন।