রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার মতবিনিময়
বিএনপির সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার মতবিনিময়
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বেলা ১১ টায় এনাম নাহার মোড় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, গত ১৭ বছর বিএনপির ক্রান্তিকাল অতিক্রম করছে, সন্দ্বীপে আমাদের রাজনৈতি করার কোন সুযোগ দেয়া হয় নি, আমাদের নেতাকর্মীরা বাড়িঘরে আসতে পারেনি, বর্তমান প্রেক্ষাপটে সন্দ্বীপ উপজেলার সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখতে কারও বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা না করতে পারে। সেদিকে খেয়াল রাখতে বিএনপির নেতৃবৃন্দর কে সজাগ থাকার আহ্বান জানান। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক দৈনিক যায় যায় দিন ও দেশ বর্তমান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় এ সময় আর ও বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সোলাইমান বাদশা, জাহাঙ্গীর হোসেন, আবদুল ওহাব কবির চেয়ারম্যান, গাজী মোঃ হানিফ আবু সুফিয়ান সুজন, সদস্য হারামিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিফ আকতার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি প্রমুখ। বাংলাদেশ প্রেস সন্দ্বীপ সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দর মধ্যে আর ও উপস্থিত ছিলেন সভাপতি দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট, ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক প্রথম বাংলা প্রতিনিধি মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক ভোরের আওয়াজ ও বর্তমান কথা প্রতিনিধি মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক আজকালের সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার বার্তা প্রতিনিধি জাহেদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যকারি সদস্য বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান ও সময়ের চিত্র প্রতিনিধি ফখরুদ্দিন রাজী। সভায় বিএনপির নেতৃবৃন্দ বর্তমান সময়ে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পারিক সহযোগীতা কামনা করেন।এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।