রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া
কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা কৃষকদলের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৯/০৮/২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার বাদ জুম্মা মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদে গ্রামের সকল মুসল্লিদেরকে নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য ও জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃখাইরুজ্জামান খাইরুল। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক খোন্দকার আনিসুজ্জামান নয়ন, স্থানীয় জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলিফ আহমেদ রাজ, সুলতানপুর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, বিএনপি নেতা হাজী মিজানুর রহমান মিজান মন্ডল, রবিউল ইসলাম রবি মেম্বার, আব্দুল গনি খান, সোলায়মান মন্ডল, নূরে আলম জিকো মন্ডল, হিরু শেখ, শফিকুল মন্ডল, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম বাবু। দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত ইমরান। পরিশেষে গ্রামের মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না। দেশের প্রচলিত আইনে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় ।