সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » কাউখালীতে পরিস্থিতি শান্ত পুলিশ কর্মে ফিরেছেন
কাউখালীতে পরিস্থিতি শান্ত পুলিশ কর্মে ফিরেছেন
মো. ওমর ফারুক (রাঙামাটি) কাউখালী :: রাঙামাটির কাউখালীতে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কয়কটি ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত এবং পুলিশ সদস্যরা কর্মে যোগদান করেছেন বলে জানা যায়।
জানা যায় কৌটা বিরোধী আন্দোলনের ফলে ছাত্র জনতার চাপের মুখে গত ৫ আগস্ট-২০২৪ ইংরেজি তারিখ সোমবার আওয়ামী লীগের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তারপর থেকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপ থাকায় দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা সংঘটিত হয়। সেই সাথে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় ছোট খাট কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড়ধরনের কোন ঘটনা সংঘটিত হয়নি বলে জানা যায়। তার মধ্যে উপজেলার কাশখালী, রাঙীপাড়া, বেতবুনিয়ায় কয়কটি স্থানে ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড়ধরণের কোন ঘটনা এখনো ঘটেনি বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
কাউখালী থানার পুলিশ সদস্যরা কর্ম বিরতিতে থাকলেও আজ সোমবার থেকে কর্মে যোগদান করেছেন। পুলিশ সদস্যরা কর্মে যোগদান করেই উপজেলার বিভিন্ন এলাকায় এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছেন।
আজ কয়েক দিন যাবত পুলিশ কর্ম বিরতিতে থাকলেও ছাত্র জণতার পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং কয়কটি সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় মোটামুটি কাজ করেছেন বলে জানান। যদিওবা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর কাউখালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু উতপ্ত ছিল কিন্তু পরবর্তীতে ডঃ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বত্নীকালিন সরকার দায়িত্ব নেয়ার সারাদেশের ন্যায় কাউখালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত হতে থাকে। বর্তমানে উপজেলার সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত পর্যায়ে রয়েছে। শিক্ষা প্রতিষ্টান খোলা হয় বাজার গাটে লোকজনের উপস্থিতি বাড়তে থাকে। তা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় সব সময় টহল অব্যাহত রেখেছেন।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়। সেই সাথে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানান এবং কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন আমরা আমাদের কাজে ফিরে এসেছি আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা শুরু করে দিয়েছি তা ছাড়া আমরা উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল দিচ্ছি কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি বর্তমানে নেই বলে তিনি জানান।