মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ আগষ্ট বিকেল ৪ টায় উপজেলার রানীগঞ্জ সার্বজনীন দূর্গা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মন্দির কমিটির সভাপতি বাবলু চন্দ্র সরকারের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মসিহ উদ্দিন আহমেদ, মেজর এস. এম আশিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কেউই সংখ্যালঘু নয়। আমরা সবাই বাঙ্গালী। সকলে মিলেমিশে পাশে থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবেনা। যেকোনো ধরনের সমস্যায় প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায়, ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশাপূর্ণ ব্যানার্জী, বকুল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র চক্রবর্তী উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বলগাড়ি কইপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মিলন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।