মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের উদ্যোগে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামায়াতে ইসলামের আমীর মঞ্জুরুল হক হাসান, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, ওসি মাজেদুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, করুণাময়ী কালী মন্দিরের পুরোহিত ডালিম চক্রবর্ত্তী, ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হক আজিজি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সাকিব, হাসানুর রহমান, মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় সংখ্যালঘু পরিবার সহ সর্বস্তরের জনগণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা বিধানে প্রত্যেক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। কেউ অপরাধ করলে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। কোন ব্যক্তি, দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করলে দল তার দায়ভার নেবেনা বলে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দুবৃর্ত্তদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, অর্জিত সাফল্য মহিমান্বিত করে চলতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি উদ্বার্থ আহ্বান জানান।
সভায় পুরোহিত ডালিম চক্রবর্ত্তী জানান, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন মন্দির পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা সহ আমাদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার আশ্বাস প্রদান করেছেন। আমরা সংখ্যালঘু পরিবার এখন শংকামুক্ত। এই ধারা অব্যাহত রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, আমাদের পুলিশী কার্যক্রম সঠিক ভাবে পালনে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবর্গ, সুশীল সমাজের সমন্বয়ে কমিটি গঠন করে আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করা হবে।