বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে গণসংযোগ
বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে গণসংযোগ
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ৭মে ৪র্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে গণসংযোগ করেছেন স্ব-স্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকার মাঝি’রা৷ এসময় ‘নৌকা’ প্রতিকে ভোট চাওয়ার পাশাপাশি এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা৷ গণসংযোগকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের সাথে তৃণমূলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
বিশ্বনাথ সদর ইউনিয়নের পুরাণ সিরাজপুর গ্রামে গণসংযোগ করেছেন ‘নৌকার মাঝি’ আলহাজ্ব আবদুল জলিল জালাল৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, শানুর আহমদ জয়দু, আবদুল হামিদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় প্রমুখ৷
লামাকাজী ইউনিয়নের উদয়পুর, ভুরকি, একানিধা, দেওয়াননগর গ্রামে গণসংযোগ ও নোয়াগাঁও গ্রামে উঠান বৈঠক করেছেন ‘নৌকার মাঝি’ ডাঃ আলহাজ্ব শাহনুর হোসাইন৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আফরোজ বঙ্ খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, আওয়ামী লীগ নেতা হাজী বশির আহমদ, ছমির আলী, সিরাজ উদ্দিন, আবদুন নূর মেম্বার প্রমুখ৷
খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর, দ্বীপবন্দ গ্রামে গণসংযোগ ও পাখিছিড়ি গ্রামে উঠান বৈঠক করেছেন ‘নৌকার মাঝি’ শংকর চন্দ্র ধর৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, মুক্তিযোদ্ধা আপ্তাব আলী, আওয়ামী লীগ নেতা হাজী মনির উদ্দিন, তৈমুছ আলী, শাখাওয়াত হোসেন প্রমুখ৷
অলংকারী ইউনিয়নের বড় খুরমা, রামপুর গ্রামে গণসংযোগ ও বড়তলা গ্রামে উঠান বৈঠক করেছেন ‘নৌকার মাঝি’ রফিক মিয়া৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলী মেম্বার, সহ সভাপতি হিরা মিয়া, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী মেম্বার, মুক্তিযোদ্ধা ছিদ্দেক আলী, প্রবাসী এম এ মলিস্নক মিয়া, আওয়ামী লীগ নেতা প্রফেসার এম এ ওয়াহাব, শাহ শহিদুল ইসলাম, পীরজাদা মুনসুর আলী প্রমুখ৷
রামাপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে, রামপাশা বাজারে, বৈরাগী বাজারে গণসংযোগ ও রহমাননগর গ্রামে উঠান বৈঠক করেছেন ‘নৌকার মাঝি’ অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন রামাপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার খান, উত্তর বিশ্বনাথ আমজদ উলস্নাহ কলেজের অধ্যৰ নেছার আহমদ, বৈরাগী বাজার বণিক কল্যান সমিতির সভাপতি তেরাব আলী, আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক, শুকচান মিয়া, মনিরম্নজ্জামান লিলু, ছায়েদ আলী, ফয়জুন নূর, রফিজ আলী, আবদুল গফুর, মকদ্দুছ আলী, ডাঃ প্রিন্স আহমদ, আবদুল আলীম, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সুনা মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা সাদ নূর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব খান, সাধারণ সম্পাদক আবদুল মুকিদ সুমন প্রমুখ৷
দৌলতপুর ইউনিয়নের উজাইজুরী, মীরগাঁও, জবদ্বিশপুর, হাবড়া বাজারে গণসংযোগ ও দৌলতপুর গ্রামে, শেখেরগাঁও গ্রামে উঠান বৈঠক করেছেন ‘নৌকার মাঝি’ আমির আলী চেয়ারম্যান৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুলস্নাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, আওয়ামী লীগ নেতা তারেক মিয়া মাস্টার, হাজী তাহির আলী, জমশেদ আলী, জিতু মিয়া, ফিরম্নজ খা, হাফিজ ওলী, আপ্তাব আলী, আতিক মিয়া, ছুনু মিয়া, দরাচত আলী, মাসুক খা, ওয়ারিছ আলী, মাস্টার আনোয়ার মিয়া প্রমুখ৷
দেওকলস ইউনিয়নের বাগিছা বাজারে, রাজার বাজারে গণসংযোগ ও কোনারাই গ্রামে উঠান বৈঠক করেছেন ‘নৌকার মাঝি’ আবুল কালাম জুয়েল৷ এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রম্নপন, আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া মেম্বার, বাবুল মিয়া মেম্বার, সৈদুল হক মেম্বার, আপ্তাব আলী মেম্বার, ফরিদ উদ্দিন মেম্বার, ছোবা মিয়া, নজরম্নল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আঙ্গুর মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেল খান প্রমুখ৷