রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১০ টার দিকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেন। মিছিলে তারা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’।
ছাত্রগণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগষ্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন। ওইদিন তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। কলেজটিতে ৩ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।
জানা গেছে, হাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কলেজেও তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ ছাত্রদের।
এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, ছাত্ররা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহঃ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায দোয়া ও আলোচনা সভা সম্পন্ন
বাগেরহাট :: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ) প্রথম মৃত্যু বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ মোরেলগঞ্জের ১৫নং সদর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ আগাস্ট) বিকেলে বাদুরতলা বিশারীঘাট এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা এ আয়োজন করে।
১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ডাক্তার রেজাউল করিম সহকারী সেক্রেটারি মোরেলগঞ্জ পৌর, মোরেলগঞ্জ পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা হারুন অর রশিদ, মোরেলগঞ্জ সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শফিউল আজম, মোরেলগঞ্জ ইউনিয়ন যুব জামায়াত সভাপতি নাঈম আহমেদ প্রমুখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ মতিবিনিময় সভায় আলোচনা করেন ওয়ার্ল্ডভিশনের উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল।
এসময় আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মিথিলা সরকার, ইয়াং প্রফেশনাল নন্দিতা রিসিল, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমনা মাসুম, সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক ফজলুল হক খোকন,মোঃ শাজাহান আলী খান,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম শহিদুল ইসলাম ,সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক,সাবেক অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন সাবেক প্রচার সম্পাদক পদে এখলাস শেখ,সাংবাদিক নাজমুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় ও আইন প্রয়োগ বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন।