বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে পিসিজেএসএস সন্ত্রাসীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারে আল্টিমিটাম
বান্দরবানে পিসিজেএসএস সন্ত্রাসীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারে আল্টিমিটাম
বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবান জেলা আওয়ামীগের শীর্ষ নেতারা বুধবার বেলা ২টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, বুধবার থেকেই বান্দরবান জেলার ২৫টি ইউনিয়নে প্রাথর্ী ও তাদের স্বজন এবং ভোটারদের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনা,বিজিবি এবং পুলিশ মোতায়েন করতে হবে৷ নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই পার্বত্য জনসংহতি সমিতির সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদরে ব্যবহার করা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে৷ অন্যথায় আগামী ২৩ এপ্রিল জেলার ২৫টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠেয় ততৃীয় ধাপের নির্বাচন বর্জনের সিদ্ধানাত নেয়া হতে পারে৷
নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবং ক্ষোভ প্রকাশ করে জানান, গত ১০ এপ্রিল জেলা আইনশৃংখলা কমিটির সভায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পদক্ষেপ নেয়ার দাবি জাননো সত্বেও নিরাপত্তা বাহিনী ও প্রশাসন থেকে সেই বিষয়ে এখনও পর্যনত্ম কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ ফলে জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসী বেপরোয়া বনে গেছেন৷ তারা গ্রামীণ এলাকাগুলোর কারবারী ও ভোটারদের প্রতি নির্দেশনা জারি করে বলে বেড়াচ্ছেন- এলাকাভিত্তিক মোট ভোটের ৭০ শতাংশই জনসংহতি সমিতির চেয়ারম্যান পদ প্রাথর্ীদের প্রতীকে প্রদান করতে হবে৷ তারা ১৬টি ইউনিয়ন পরিষদ চিহিনত্ম করেছেন এবং এসব ইউনিয়ন এলাকা কার্যত সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে৷
মাঠ পর্যায়ে গণতন্ত্রায়ন ও সরকারের চলমান উন্নয়নধারা অব্যাহত রাখার লক্ষ্যে পার্বত্য জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা অতিজরম্নরি হয়ে পড়েছে৷ এসব সন্ত্রাসীর অপতত্পরতা ও ধামকি-হুমকিতে পাড়ায়-পাড়ায় ভোটারসহ চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও আওয়ামীলীগ নেতারা জানান৷ দলের জেলা কমিটির সহসভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো. শফিকুর রহমান ও আবদুর রহিম চৌধুরী, পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৷