বুধবার ● ২১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বৈরচার হাসিনার দোসর চাঁদাবাজদের গ্রেফতার করে রাউজানের মানুষকে নিরাপদ করতে হবে
স্বৈরচার হাসিনার দোসর চাঁদাবাজদের গ্রেফতার করে রাউজানের মানুষকে নিরাপদ করতে হবে
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপি,যুবদল,ছাত্রদলের মিছিল পূর্ব সমাবেশ বক্তারা বলেন স্বৈরচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। রাউজানে তাদের দোসর সন্ত্রাসী চাঁদাবাজরা এখন বিভিন্নস্থানে গা ঢাকা দিয়ে আছে। তাদেরকে খুজে বের করে গ্রেফতার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাউজানের মানুষকে নিরাপদ করতে হবে। তারা হুঁসিয়ারী উচ্চারণ করে বলেন স্বৈরচারের দোসর সন্ত্রাসী চাঁদাবাজদের পথে যে বা যারা হাঁটে তাদেরকেও ছাড় দেয়া হবে না। গতকাল মঙ্গলবার দক্ষিণ রাউজান নোয়াপাড়া পথের হাটে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক ছোটন আজমের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহব্বায়ক ফিরোজ আহমদ, উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি মোজাম্মেল, জেলা যুবদলের সহ- সভাপতি সাবের সুলতান কাজল, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বাবুল,উত্তর নেতা নুর আলম, মোজাহের ইসলাম, নজরুল,সাবেক জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক রাসেল খান, উত্তর জেলা ছাত্রদলের সহ - সভাপতি তসলিম উদ্দিন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি জানে আলম বাদশা, যুব দল নেতা সেলিম,জানে আলম সিকদার, মৎসজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুস শুক্কুর, আনোয়ার,দিদারুল আলম,সেচ্ছাসেবক দল নেতা আলী সুমন, মো: মাহবুব, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহেদুল আলম, ছাত্র নেতা ওমর কাইয়ুম, নিজাম চৌধুরী, লিমন চৌধুরী বাপ্পা, পারভেজ আলম,মো: পাভেলসহ প্রমুখ।
রাউজান কলেজে যোগ দিলেন বিতারিত ৯ শিক্ষক কর্মচারী
রাউজান :: চট্টগ্রামের রাউজান কলেজ সরকারি থেকে বিতারিত সাতজন শিক্ষক ও দুই কর্মচারী ১৫ বছর পর স্ব স্ব পদে যোগদান করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ স্বৈরচার আ’লীগ সরকারের আমলে রাউজানের দোসরা তাদেরকে কলেজ থেকে বিতারিত করেন নানা অজুহাত দেখিয়ে। ১৫ বছর পর যারা যোগদিয়েছেন তারা হচ্ছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক শওকত উদ্দিন ইবনে হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জহুরুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল মোস্তফা, আইসিটি বিভাগের প্রভাষক এস.এম. হাবিব উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আতিক উল্লাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক শামসুল আনোয়ার, মসজিদের ইমাম মো. নুরুল আলম, নিম্নমান সহকারী মো. আমিনুল ইসলাম পাটোয়ারী। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। তিনি বলেন নির্যাতিত শিক্ষক কর্মচারীদের রাজনৈতিক টেক দিয়ে বিতাড়িত করা হয়েছেছিল। তিনি বলেন দীর্ঘ সময় থেকে এসব শিক্ষক কর্মচারী বেতন ভাতা উত্তোলন করতে না পেরে মানবেতর জীবন যাপন করেন।