বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের বন্যা দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
মিরসরাইয়ের বন্যা দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে বন্যা দুর্গত ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে করেরহাট ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মিয়া সওদাগর বাড়ি সংলগ্ন স্থানে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ও ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য মিজানুর রহমানের আর্থিক সহায়তায় বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা জহির উদ্দিনের উপস্থাপনায় এবং আবুল হোসেন মিয়া সওদাগরের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম নুরু, করেরহাট ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন, আনোয়ার হোসেন, আবু ছালেক বাদশা, করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা, সদস্য সুমন, জাফর, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, যুবদল নেতা মোমিন, করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য হকসাব, ৫নং ওয়ার্ড যুবদলের সেলিম, এনামুল হক, সাইফুল ইসলাম পারভেজ, নুর উদ্দিন, নাছির, ইউনিয়ন ছাত্রদল নেতা নুর হোসেন, বারইয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল প্রমুখ।
করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর বলেন, সীমিত পরিসরে শতাধিক পরিবারের মাঝে এই ক্ষুদ্র প্রচেষ্টা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে দুঃস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।