বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কয়েক দিনের ভারি বর্ষণের ফলে কাউখালীতে জণজীবন বিপর্যস্থ
কয়েক দিনের ভারি বর্ষণের ফলে কাউখালীতে জণজীবন বিপর্যস্থ
মো. ওমর ফারুক (রাঙামাটি) কাউখালী :: কয়েক দিনের প্রবল ভারি বর্ষণের ফলে রাঙামাটির কাউখালীতে জণজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সেই সাথে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর গুলি পানির নিছে ডুবে গেছে
জানা যায়, বেশ কয়েক দিন যাবত সারা দেশের ন্যায় কাউখালীতেও প্রবল ভারি বর্ষণ হচ্ছে। যার ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বস খাল বিল নদী ছড়া নালা পাহাড়ী ঢলের পানিতে ডুবে যায়। সেই সাথে উপজেলার বিভিন্ন এলাকায় মাছের বাধ ভেঙে গিয়ে অতিরিক্ত বৃষ্টির পানি বিভিন্ন নদ নদী খাল ছড়া দিয়ে প্রবাহিত হতে থাকায় নদীর পাশে থাকা বাড়ি ঘর ক্ষতি গ্রস্থ হয়। সেই সাথে উপজেলা সদর কার্বারী পাড়ায় ( মতস গোদা) সরকারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২০ টি ঘর সম্পূর্ন খালের পানিতে ডুবে যায়। মতস বাধটি বর্তমানে খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘরগুলি থেকে মানুষ জন কোনরকম জীবন নিয়ে বাঁচলেও ঘর হতে কোন প্রয়োজনীয় জিনিস পত্র বের করতে পারেনি কোন পরিবার । এ সকল আশ্রয় প্রকল্পের ঘরের লোকজন উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন এবং আশ্রয় নেয়া পরিবার গুলির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে তারা জানান। সেই সাথে উপজেলার বিভিন্ন এলাকায় নদনদী ছড়া বা খালের পাশে অবস্থিত বিভিন্ন মাদরাসা শিক্ষা প্রতিষ্টানের পিছনে শিক্ষা ভবনের মাটি ধ্বসে পড়ছে। যার ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন গুলি বর্তমানে খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট ভেঙে যায়। ঘাগড়া ছেলাছড়া, কলাবাগান, কাশখালী, কলমপতি সুগারমিল সড়ক, রানীরহাট ঠান্ডাছড়ি সড়কে অতিরিক্ত বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রাম -রাঙামাটি মহা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বস হয়েছে। বেতবুনিয়া গোদারপাড় আমতল জনৈক জাকির লিডারের বসত ঘর একই এলাকায় ডাক্তার ছোলা এলাকায় মৃত আব্দুর রহিমের বসত ঘর পাহার ধ্বসে ভেংগে যায়। উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের কোলঘেষে থাকা বেশ কিছু বসত বাড়ি ঘর ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায় নদী ছড়া এবং খালের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে উপজেলার বিভিন্ন দূর্ঘম কিছু এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসন মাঠে রয়েছে সেই সাথে রেডক্রিসেন্ট কর্মীরাও রয়েছে।
উপজলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা কার্যালয় সুত্রে জানা যায় কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতি রাখা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে বেশ কিছু পরিবার আশ্রয় কেন্দ্র উঠেছেন। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে দেখাশোনা করা হচ্ছে। যদিওবা এখনও হালকা ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। রয়েছে বিদ্যুৎ সমস্যা প্রবল ভারি বর্ষণের ফলে গত কয়েক দিন যাবত বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে বিদ্যুৎ গ্রাহকেরা জানান। এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলার কোথাও কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন এলাকায় হাট বাজারে দোকান পাঠ তেমন একটা খুলেনি। কিছু সামান্য দোকান পাঠ খোলা হলেও লোকজন তেমন একটা বাজারে আসেনী। কাউখালী রানীর হাট সড়কের বেতছড়ি বাশ গাঁটাকুল টানা বেইলি ব্রিজের নিচে খালের পানির প্রবল স্রোতের কারনে বেইলি ব্রিজের গার্ডার ভেঙে খালে পড়ে যায়। বর্তমানে বেইলি ব্রিজ টি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এছাড়া কাউখালী বাজারের নতুন ব্রীজের নির্মাণ কাজ চলছে পাশেই আপাতত যান বাহন ও সাধারণ লোকজনের চলাচলের জন্য টানা বেইলি ব্রিজটির দু পাশ থেকে প্রবল ভারি বর্ষণের ফলে মাটি সরে যাওয়ায় বর্তমানে ব্রীজ টি সম্পুর্ন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। তার পাশে আরেকটি পাকা ব্রীজের দু পাশের মাটি ধ্বসে ছড়ায় পড়ে যাওয়ায় চলাচলের রাস্তাটি ( ইট দিয়ে নির্মিত রাস্তা) সম্পুর্ন ভেঙে পড়াতে জণ সাধারণ চলাচল বিগ্নিত হচ্ছে বলে জণ সাধারণ জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম বলেন, আমরা উপজেলার ৪ টি ইউনিয়নে মোট ৩৮ টি আশ্রয় কেন্দ্র খুলেছি। উপজেলা সদর আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু ঘর এবং উপজেলার বিভিন্ন এলাকায় আরো বেশ কিছু ঘর পানির মধ্যে ডুবে গেছে। তাদের কে আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে গিয়েছি। বর্তমানে এসব পরিবার গুলি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন বলে তিনি জানান। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ে রয়েছি। সাথে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের ভলান্টিয়াররা রয়েছে।
গত কয়েক দিনের প্রবল ভারি বর্ষণের ফলে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর সহ মানুষের বাড়ি ঘর বিভিন্ন ফলজ বনজ বাগান সহ রাস্তা ঘাট সহ বিভিন্ন ভৌত অবকাঠামোর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানান।