শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বন্যার্তদের মাঝে শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরণ
কাউখালীতে বন্যার্তদের মাঝে শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ পূর্ব সতর্কতা ছাড়াই খুলে দিয়েছে ভারত উজানের পানি হু হু করে ঢুকছে বাংলাদেশে। ভারী বর্ষণের ও উজানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলায় দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা।
২১ আগস্ট বুধবার প্রথম প্রহরে প্রায় ৩১ বছর পর ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের স্লুইস গেট খুলে দেয়।
সর্বশেষ, ১৯৯৩ সালে এই স্লুইস গেট খোলা হয়েছিলো।
ফলস্বরূপ, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলা এবং নিন্মা অঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।
রাঙামাটি জেলার কাউখালী উপজেলাও এর ব্যক্তিক্রম নয়। অতিবৃষ্টির ফলে কাউখালী উপজেলার ইছামতি খালের পানি বেড়ে যায়, ফলে পানিবন্দি হয়ে পরে বহু পরিবার এবং ভূমিধ্বসে নিঃস হয়ে যায় বহু পরিবারের স্বপ্ন।
কাউখালী উপজেলা প্রসাশনের নির্দেশে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারিত উপজেলার বিভিন্ন স্কুল কলেজে জড়ো হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা আর্মি ক্যাম্পের উদ্যেগে কাউখালী সরকারি প্রাঃ বিঃ এবং কাউখালী বালিকা উচ্চ বিঃআশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয় আশ্রয়কেন্দ্র হিসেবে।
পরপরই, নাজিম ওয়াহিদ শাহী আর মেহেরাজ সরকার (রাজু)প্রতিনিধিত্বে কাউখালী উপজেলার তরুনদের উদ্যেগে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী হিসাবে স্যানিটারি ন্যাপকিন, স্যালাইন এবং বাচ্চাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়।
এসময় আরিফ আহমেদ, মোহাম্মদ ইউসুফ, ইয়াছিন আরাফাত, মহিউদ্দিন মাসুদ, মোবাশশের নিষাদ, মোহাম্মদ সৌরভ, রোমান আহমেদ, হাবিবুর রহমান, সোহানুর রহমান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ মাছুম উপস্থিত ছিলেন।
তাদের সকলের একটাই প্রত্যাশা, তাদের সামাজিক কর্মকাণ্ডগুলোকে যাতে কেও ভিন্ন পথে পরিবর্তিত করতে না পারে এবং নিঃস্বার্থভাবে এগিয়ে আসা মানুষদের সঙ্গে নিয়ে নতুন সামাজিক সংগঠন তৈরীর প্রত্যয় ব্যক্ত করেছেন।