শনিবার ● ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শনিবার রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেইট
শনিবার রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেইট
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার ২৪ আগস্ট রাত ১০টায় গেইট খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের জানায়, ‘কাপ্তাই হৃদের পানির আজ দুপুর ২টা পর্যন্ত ১০৭ দশমিক ৬৩ ফুট মীন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেলের কাছাকাছি বা অতিক্রম করে তাহলে রাত ১০টায় কাপ্তাই স্পিল ওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে। সবাই সাবধানে থাকুন।’
এদিকে, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দ্রুত সময়ে কাপ্তাই বাঁধের পানি না ছাড়লে কাপ্তাই হ্রদসংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বাঁধের ১৬ গেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, কাপ্তাই (ভা: প্রকৌ:) ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ ২৪ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখ দুপুর ০৩টায় ১০৭.৬৬ ফুট এমএসএল যাহা বিপদ সীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রনে ২৪ আগষ্ট-২০১৪ ইংরেজি তারিখ রাত্র ১০টায় স্পীলওয়ের ১৬ টি গেইট ৬ ইঞ্চি পরিমান উঠাইয়া পানি নিষ্কাশন শুরু করা হইবে। ইহাতে ৯,০০০ সি.এফ.এস. পানি নিষ্কাশিত হইবে। বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হইতেছে। ইনফ্লো বেশী হইলে অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাইলে স্পীলওয়ে গেইটের খোলার পরিমান পর্যায়ক্রমে বাড়ানো হইবে। উল্লেখ্য যে, বর্তমানে ৫ টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হইতেছে যাহার দরুন ৩২,০০০ সি.এফ.এস. পানি নিষ্কাশিত হইতেছে। এতে জনমনে আতংকিত হওয়ার কিছু নাই। প্রতি বছর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেইট খুলে কাপ্তাই হ্রদের পানির লেভেল টিক রাখা হয়।