বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে ৮০০ পাখিসহ গ্রেফতার ২
গাজীপুরে ৮০০ পাখিসহ গ্রেফতার ২
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে ৮০০ মুনিয়া ও টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করার পর তাদের এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ৷
৭ অক্টোবর বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়ার রিয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের কর্মকর্তারা এসব পাখি উদ্ধারও দুইজনকে গ্রেফতার করেন ৷
এই দুইজন হলেন- শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নজরুল (৩৮) ও লাল মিয়া (৪০)৷ তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করেছেন বন কর্মকর্তারা ৷
বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে জানান, বিদেশে পাচার করার জন্য তারা রাজশাহী থেকে পাখিগুলো ধরে এনেছিল
গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের ওয়াউল্ড লাইফ ইন্সপেক্টর অসীম মল্লিকের নেতৃত্বে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়েছে ৷ এসব পাখির মধ্যে মুনিয়া ৪২০টি ও টিয়া ৩৮০টি রয়েছে ৷
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন ৷
এসব পাখি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি ৷ আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.১২ মিঃ