বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১০
গাজীপুরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১০
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা৷ এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে৷
২০ এপ্রিল বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়৷
উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচবাংলা ব্যাংকের ফাস্টট্রাক এটিএম বুথে ৩ মার্চ বৃহস্পতিবার রাত ৩টার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান টাকা রাখতে আসে৷ তাদের বহনকারী মাইক্রোবাস থেকে টাকা ভর্তি দুইটি ট্রাঙ্ক তারা ওই বুথের মধ্যে নিয়ে যান৷ এ সময় গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন৷ এমন সময় অপর একটি পিকআপ নিয়ে ১০/১২ জন দুর্বৃত্ত ওই ফাস্টট্রাক বুথে হামলা চালায়৷ তারা নিরাপত্তকর্মীদের মারধর করে টাকা ভর্তি দুইটি ট্যাঙ্ক লুট করে নিয়ে যায়৷