মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » আনসারদের ‘হামলার’ প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
আনসারদের ‘হামলার’ প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি :: চাকরি জাতীয়করণসহ আনসার সদস্যদের বিভিন্ন দাবির আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সংঘর্ষের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও শিক্ষার্থীরা।
সোমবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ‘এইট পাশ আনসার, গায়ে হাত দেওয়ার সাহস কই পাস’, ‘আনসারের চামড়া তুলে নিবো আমরা’, ‘আনসারের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’- স্লোগান দেয় শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, সাইমন রহমান, হাসানুর রহমান সজিব, আতিকুল ইসলাম সজিব মিয়া, শিহাব, সামিও, মাজহারুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ জুবায়ের, সাকিবুজ্জামান সাকিব, ইমরান হাসান, ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, সাদি, রুহান প্রমুখ।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা দেখেছি বিগত সরকারের নির্বাচন গুলোতে যখন ভোট ডাকাতি হয় তখন আনসার সদস্যদের সামনে ব্যালট পেপারে সিল মারা হয়। এমনকি বিভিন্ন জায়গায় তারা নিজেরাই সিল মেরে ভোট ডাকাতিতে সহযোগিতা করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছিল। এমনকি এ কাঠামোকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে বলয়ও তৈরি করেছে। যা অন্তবর্তীকালীন সরকারের সংস্কার করতে নিঃসন্দেহে সময় লাগবে। তাছাড়া দেশে নানা সঙ্কট বিদ্যমান।
চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে সমন্বয়করা আরো বলেন, সম্প্রতি ভারতের সৃষ্টি করা আকস্মিক বন্যাতেও পরিস্থিতি জটিল। এমন সময় আমরা দেখছি, আওয়ামী লীগের দোসররা আনসারদের একটা অংশ নৈরাজ্য তৈরির জন্য শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। পাশাপাশি সচিবালয়ও ঘেরাও করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও এ ঘটনায় দ্রুত বিচার দাবি করছি। প্রয়োজনে বর্তমান আনসার বাহিনী ভেঙে দিয়ে নতুন করে আনসার বাহিনী গঠন করার দাবী জানান।
সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন সমন্বয়ক ও শিক্ষার্থীদের উপর যদি আর কোন হামলা হয় তবে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। হামলার সুষ্ঠু বিচার দাবি করে, হাফেজ আব্দুল্লাহ জুবায়ের দোয়া পরিচালনার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।