বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতার দাফন সম্পন্ন
সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতার দাফন সম্পন্ন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের সদস্য ও সৈয়দপুর (সদুরগাঁও) গ্রামের মৃত সৈয়দ চেরাগ আলীর পুত্র সৈয়দ আমির হামজা (২৪) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃতু্যবরণ করেছেন৷ সোমবার বিকেলে মোটর সাইকেল যোগে বিশ্বনাথ আসার পথিমধ্যে পল্লী বিদ্যুত্ এর খুটি বহনকারী একটি গাড়ির সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হন আমির হামজা ৷ এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন৷ বুধবার বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷
মরহুমের জানাজার নামাজ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ রাজ্জাক আলী৷ জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের মামা মাওলানা এখলাছুর রহমান৷ আমির হামজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপিসহ নেতৃবৃন্দ৷
জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন চেয়ারম্যান, দেওকলস ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফখরম্নল ইসলাম মতছিন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জুয়েল, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদ, জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহল-আল রাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি তাহিদ মিয়া চেয়ারম্যান, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য লোকমান আহমদ, মোতাহির আলী’সহ উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ৷
শোক প্রকাশকারীরা হলেন- নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রম্নশদির লুনা, জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুরমান খান, শামীমুর রহমান রাসেল, নানু মিয়া, আবদুল লতিফ, নুরুর মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, শাহজাহান, রম্নহেল আহমদ কালু, ইমরান আহমদ সুমন প্রমুখ৷