বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়ি থানার সেনাবাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকার আহত ১১ পুলিশ সদস্য
জুরাছড়ি থানার সেনাবাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকার আহত ১১ পুলিশ সদস্য
স্টাফ রিপোর্টার :: গতকাল ২৭ আগস্ট জোন কমান্ডার লে. কর্ণেল জুলকিফলী আরমান তার দুই জওয়ানসহ সাদা পোষাকে উপজেলা সদরে সান্ধ্য ভ্রমণে বের হন। এ সময় রাস্তার পাশের একটি দোকানে থাকা তিন পুলিশ সদস্য দয়াল চাকমা, তুহিন চাকমা ও নিরধ কুমার চাকম তাকে সালাম না দেয়ায় সেনা সদস্যরা তাদেরকে মারধর শুরু করে। এতে পুলিশ সদস্যরা আত্মরক্ষার চেষ্টা চালালে হামলা হাতাহাতির রূপ নেয়।
এরপর জোন কমান্ডার ক্যাম্পে ফিরে যান, তবে কিছুক্ষণ পর তিনি তার দলবল নিয়ে জুরাছড়ি থানায় হাজির হন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে থানা আক্রমণ করেন।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা উক্ত তিন পুলিশ সদস্যকে প্রচণ্ড মারধর করেন এবং আটক করে জোনে নিয়ে যান। সেনারা থানায় ব্যাপক ভাঙচুরও চালায়।
থানার ওসি ও কতিপয় পুলিশ সদস্য তাদের উচ্চ কর্তৃপক্ষের নির্দেশে জোনে তাদের সহকর্মীদের খবর নিতে গেলে সেনা সদস্যরা তাদেরকে ক্যাম্পের সামনে আটকায় এবং ওসিসহ সবাইকে মারধর করে। সব মিলিয়ে সেনাদের হামলায় ১০-১২ জন পুলিশ আহত হয়। অনেক পুলিশ থানা থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।
আজ বুধবার ২৮ আগষ্ট পুলিশের পাহারায় জুরাছড়ি থানার আহত পুলিশ সদস্য রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের ভর্তি করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার আবু তৌহিদ বিপিএম রাঙামাটি জেনারেল হাসপাতালে উপস্থিত ছিলেন।
জুরাছড়ি থানার আহত পুলিশ সদস্যরা হচ্ছে :
এসআই মোস্তাক আহম্মদ (৩৭), পিতা মৃত আব্দুল গফুর, মাতা আছিয়া খাতুন।
এএসআই মিজানুর রহমন (৩৭), পিতা হুমায়ন কবির, মাতা পারভিন আক্তার।
কনেষ্টবল আব্দুস সালাম (৪৭), পিতা মৃত আব্দুল জলিল, মাতা ফিরোজা বেগম।
কনেষ্টবল মোরশেদ আলম (৩৭), পিতা জাকির হোসেন, মাতা হোসনে আরা।
কনেষ্টবল সাজেদুল হক (৩৭), পিতা শাহ আলম, মাতা মতিয়া বেগম।
এসআই মো. নুরুল আলম (৫৫), পিতা মৃত ফয়েজুল রহমান, মাতা আশরাফুনেছা ।
কনেষ্টবল শাহজাহান বিন রাব্বি (৩০), পিতা মৃত আব্দুল মবিন, মাতা মুত শাহানাজ বেগম।
কনেষ্টবল তুহিন চাকমা (৪০), পিতা উপেন্দ্র চাকমা, মাতা ধংগ চাকমা।
কনেষ্টবল দয়াল কান্তি চাকমা (৪৯), পিতা লক্ষীধন চাকমা, মাতা মৃত সূর্যহেলা চাকমা।
কনেষ্টবল নিরধ কুমার চাকম (৪৫), পিতা মৃত বিবিসন চাকমা, ছায়া রানী চাকমা।
কনেষ্টবল মো. মনিরুজ্জামান(৪৯), পিতা সুলতান আহম্মদ, মাতা মৃত শেফালী বেগম ।
সূত্র : রাঙামাটি জেনারেল হাসপাতাল।
এবিষয়ে জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল জুলকিফলী আরমান ও রাঙামাটি জেলা পুলিশ সুপার আবু তৌহিদ বিপিএম এর কোন বক্তব্য পাওয়া যায়নি।