রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বন্যার্তদের মাঝে হাইজিন কিট বিতরণ
কাউখালীতে বন্যার্তদের মাঝে হাইজিন কিট বিতরণ
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বিগত বন্যায় ক্ষতি গ্রস্ত ৮০ পরিবারের মাঝে উপজেলা জণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রবিবার সকালে উপজেলা প্রশাসন মাঠে হাইজিন কিট বিতরণ করা হয়।
জানা যায়, বিগত বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ক্ষতি গ্রস্ত পরিবারের সদস্যদের স্বাস্থ্য সু রক্ষায় উপজেলা জণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফের সহায়তায় উপজেলার চার ইউনিয়ন হতে বন্যায় ক্ষতি গ্রস্ত মোট ৮০ টি পরিবার কে হাইজিন কিট বিতরণ করা হয়।
হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার হ্যাপি দাস।
এসময় উপজেলা জণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিনি চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. ফজলুল করিম,উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা জণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাবলু মারমা, নিপন চাকমা, মকবুল হোসেন, থুইক্যাচিং রোয়াজা, বিশ্বজিৎ দে সহ উপজেলার চার ইউনিয়ন হতে আগত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ যে, বিগত বন্যায় সারাদেশের ন্যায় কাউখালী উপজেলার চার ইউনিয়ন ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। উপজেলা জণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চার ইউনিয়নের মধ্যে বেতবুনিয়া ইউনিয়নে ১০ পরিবারকে, ফটিকছড়ি ইউনিয়নে ১০ পরিবারকে, ঘাগড়া ইউনিয়নে ৩৮ পরিবারকে, কলমপতি ইউনিয়নে ২২ পরিবারকে মোট ৮০ পরিবার প্রতি পরিবারের সদস্যদের হাতে প্রধান অতিথি ১টি করে হাইজিন কিট প্যাকেট তুলে দেয়া হয়।